সুনামগঞ্জে প্রেমিকাকে ধর্ষণের পর...
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও গ্রামে প্রেমিকাকে ধর্ষণ ও হত্যার দায়ে লিটন মিয়া নামের এক যুবককে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ...
দলীয় ঐক্য, সংগঠন শক্তিশালীকরণ ও আগামী কর্মসূচি বাস্তবায়নে আহ্বান।
ছবি মোঃ তাজিদুল ইসলাম
সুনামগঞ্জের ছাতকে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে চরমহল্লা টেটিয়ারচর বাজারের প্রাঙ্গণে চরমহল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রাণবন্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার আহ্বায়ক বাকী বিল্লাহ সভাপতিত্বে পরিচালনা করেন উপজেলা সদস্য সচিব আবিদুর রহমান আবিদ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ, রাহেল আহমদ, হেলাল আহমদ, সাইফুল ইসলাম, মোঃ হিফজুর রহমান মামুন, সদস্য জসিম উদ্দিন, মোঃ দুদু মিয়া তালুকদার ও খলিলুর রহমান ফয়সল, নুরুজ্জামান, দেলোয়ার হোসেন, মনির উদ্দিন, জুয়েল আহমদ।
কর্মীসভায় স্থানীয় নেতাকর্মীরা দলীয় সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা, সদস্যদের পারস্পরিক ঐক্য বজায় রাখা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান।
উপস্থিত ছিলেন, বিএনপি ছাতক উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল আহাদ, চরমহল্লা ইউপি বিএনপির আহ্বায়ক হুশিয়ার আলী, সদস্য আবুল কালাম, সুনাই মিয়া, আবুল লেইছ, মাহবুব আলম সিজ্জুল, হাজী ইব্রাহিম আলী, আব্দুল মতিনসহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।
বক্তারা দলীয় শৃঙ্খলা রক্ষা, সামাজিক ঐক্য জোরদার ও তরুণ প্রজন্মকে ইতিবাচক রাজনীতিতে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ দেখা যায়। উপস্থিত সকলে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
টিএ/ছাতক