শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালতের জব্দ করা ১২৩ বস্তা চা-পাতা ধ্বংস

post-title

ছবি সংগৃহীত

শ্রীমঙ্গলে ভ্রাম্যমান আদালতের অভিযানে জব্দ করা ১২৩ বস্তা ভারতীয় ও নস্ট চা আজ শুক্রবার শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইস্টিটিউট ক্যাম্পাসে ধ্বংস করা হয়েছে। এরমধ্যে ১১০ বস্তা ভারতীয় চা এবং ১৩ বস্তা গ্রিন টি রয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের উপ-সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাবিনা ইয়াসমিন, চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. ইসমাইল হোসেন, কীটতত্ব বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শোভন কুমার পাল, চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমসহ  অন্যান্য চা বিজ্ঞানী ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

চা বোর্ড সুত্র জানায়, গত ৮ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত শ্রীমঙ্গলে চা বোর্ড ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। এতে বিভিন্ন অভিযোগের দায়ে বিভিন্ন চা বিক্রেতা প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা, একটি মিনি চা কারখানা সিলগালা ও একজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

একই সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভারতীয় ও নস্ট ১২৩ বস্তা চা জব্দ করে নিয়ে আসা হয়। ওইসব  চ শুক্রবার চা গবেষণা ইনস্টিউটে ম্যাজিষ্ট্রেট ও চা বোর্ডের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  উপ-সচিব সাবিনা ইয়াসমিন বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা চোরাই চা বিক্রয়, দুর্গন্ধযুক্ত নিম্নমানের চা  বিক্রয়, নিলাম বহির্ভূত অবৈধ চা মজুদ, চা বোর্ডের বিডার ও ব্লেন্ডার লাইসেন্স না নিয়ে অনুমোদনবিহীন ব্র্যান্ডে চা বিক্রয়ের বিরুদ্ধে  চা বোর্ডের ভ্রাম্যমান আদালতের  নিয়মিত অভিযান চলমান থাকবে। কোনো ভেজাল চা দেশে বিক্রি করতে দেয়া হবে না।

এসএ/সিলেট