মহানগর বিএনপির বিশেষ সাংগঠনিক সভায় ডা. জাহিদ

বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, মব ভায়োলেন্সে বিশ্বাস করে না

post-title

ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকারের ভেতরে আওয়ামী দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে, তাই তাদের ডানেবামে অন্যায়কারীদের গ্রেপ্তার করা হচ্ছে না।

রবিবার (১৩ জুলাই) নগরীর সুবিদবাজারের পিটিআই অডিটোরিয়ামে সিলেট মহানগর বিএনপির বিশেষ সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মব ভায়োলেন্স শুরু করেছে কে, কারা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠন তো সম্পৃক্ত না। খুঁজে দেখেন, আপনাদের পত্রিকার পাতাগুলো উল্টান। তাহলেই মব ভায়োলেন্সের সাথে জড়িতদের খুঁজে পেয়ে যাবেন, পরিচয় জেনে যাবেন। বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে, বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, যারা মব ভায়োলেন্স করতে অভ্যস্ত, তারা এই সমস্ত ঘটিয়েছে। এবং সেই সমস্ত লোকদেরকে গ্রেপ্তার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সভ্য সমাজের জন্য অতীব জরুরী। তা না হলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। কোনো অবস্থাতেই আইনকে নিজের হাতে তুলে নেওয়াকে বিএনপি প্রশ্রয় দেয় না, বিএনপি সমর্থন করে না।

তিনি আরো বলেন, আপনি খেয়াল করেন- ঘটনা ঘটলে দেশে একটি সরকার আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আইন-আদালত আছে। তাদের কাছে আপনি দাবি করেন। আপনি কী করতেছেন? বিএনপির বিরুদ্ধে কতিপয় লোক দিয়ে মিছিল করাচ্ছেন। আপনি কি চান যে আমরা পাল্টা মিছিল করি? এই উস্কানি দিয়ে আমাদের উস্কাচ্ছেন? বিএনপি আগুনে পুড়ে পুড়ে সোনায় পরিণত হয়েছে। বিএনপি কারো উস্কানিতে পা দিবে না।

আপনারা যতই চেষ্টা করেন বিএনপিকে বিপথগামী করতে, পারবেন না। বিএনপির নেতৃত্বকে বিপথগামী করতে পারবেন না। বিএনপির তারেক রহমানের নেতৃত্বে আজকে অত্যন্ত ঐক্যবদ্ধ এবং সুকঠিনভাবে ঐক্যবদ্ধ। যেকোন ষড়যন্ত্র মোকাবেলার জন্য বিএনপি প্রস্তুত। জনগণকে সাথে নিয়ে বিএনপি গণতন্ত্র হরণ করা, গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করার জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপি যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য যথেষ্টভাবে শক্তি রাখে এবং প্রস্তুত আছে।

সম্প্রতি রাজধানীর মিডফোর্ডে এক ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে এই বিএনপি নেতা বলেন, যারা মব ভায়োলেন্স করতে অভ্যস্ত তারা এইসব ঘটিয়েছে। সেই সমস্ত লোকদের গ্রেপ্তার করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সভ্য সমাজের জন্য অতীব জরুরী। তা না হলে সভ্যতা ধ্বংস হয়ে যাবে, গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়াকে বিএনপি সমর্থন করে না, প্রশ্রয় দেয় না।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী পরিচালনায় বিশেষ সাংগঠনিক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, তাহসীনা রুশদীর লুনা, ড. এনামুল হক চৌধুরী, এম এ মালেক, আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সাবে আহবায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকী, সিনিয়র সহ সভাপতি ডা. নাজমুল ইসলাম, জিয়াউল আরেফিন জিল্লুর, ব্যরিস্টার রিয়াসদ আজিম আদানান, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মকুল, মীর্জা বেলায়ত আহমদ লিঠন, আব্দুল ওয়াহিদ সুহেল, আক্তার রশিদ চৌধুরী, মনজুরুল হাসান মনজু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, দেওয়ান জাকির, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, রুবেল বক্স, মহানগর বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জেছি, মহিলা বিষয়ক সম্পাদক রিনা আক্তার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, ইকবাল কামাল, সহ বাল্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, সেলিম আহমদ সেলু, ৩৫নং ওয়ার্ড আহবায়ক নির্বাহী কমিটির সদস্য নিজাম উদ্দিন, সুহেল আহমদ, চান মিয়া বাচ্ছু, ৩৭নং ওয়ার্ড আহবায়ক মোহাম্মদ মকসুদ, সারেক আহমদ, আকবর হোসেন কায়ছার, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান চৌধুরী।

বক্তব্য রাখেন সহ সভাপতি সাদিকুর রহমান সাদিক, আব্দুল মুনিম, অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুল মুনিম, ১৩নং ওয়ার্ড সহ সভাপতি অজয় কান্তি নাথ।

উপস্থিত ছিলেন সৈয়দ মিছবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, মাহবুব কাদির শাহী, এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, ডা. আশরাফ আলী, নুরুল, মুমিন খোকন, আফজাল হোসেন, রহিম মল্লিক, মোতাহর আলী মাখন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীমদ মজুমদার, শুয়াইব আহমদ শোয়েব, মতিউল বারী খোরশেদ, ফাতেমা জামান রুজি, আবুল কালাম প্রমুখ।

এসএ/সিলেট