বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের ব্যাপারে...
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন,...
গোলাপগঞ্জে কর্মীসভায়
ছবি সংগৃহীত
সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে।
কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রের বিষবাষ্প ছড়িয়ে জাতীয়তাবাদী শক্তিকে খাটো করতে চায়, হেয় করার অপতৎপরতায় লিপ্ত। তাদের দাঁত ভাঙা জবাব দিতে বিএনপি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। ইস্পাত কঠিন ঐক্য আর দৃঢ়তা দিয়ে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
তিনি শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে গোলাপগঞ্জে বাঘা ইউনিয়নের সোনাপুর বাজারের হাবিব কনফারেন্স হলে ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্টিত র্কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুলের সঞ্চালনায় কর্মীসভায় তিনি আরও বলেন, বিএনপি দেশের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশ ও জাতির মুক্তির সনদ ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। একটি বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে ধানের শীসের জয় নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে। জনগনের কাছে এর সুফলগুলো তুলে ধরতে হবে।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। সভায় ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিভিন্ন তৎপরতা তুলে ধরে বক্তব্য রাখেন বাঘা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ। তারা আগামী নির্বাচনে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহŸান জানান।
সভায় উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জামাল আহমেদ, যুগ্ম সম্পাদক মো. সেনাম উদ্দীনসহ ইউনিয়ন ও ৯টি ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
এসএ/সিলেট