বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের ব্যাপারে...
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন,...
ছবি সংগৃহীত
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “যখনই দেশে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা হয়েছে, তখনই বিএনপি রাজপথে থেকে গণতন্ত্র রক্ষার লড়াই করেছে।” তিনি বলেন, “বিএনপি অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল।
অন্যায়কারী যেই হোক, তাকে আইনের আওতায় আনতেই হবে—এটাই বিএনপির স্পষ্ট অবস্থান। আমরা কখনো কোনো অপরাধীকে আশ্রয় বা প্রশ্রয় দিইনি, ভবিষ্যতেও দেব না।”
বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “নির্বাচিত সরকার না থাকার কারণে দেশে খুন, সন্ত্রাস ও আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। অপরাধীরা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। একটি শক্তিশালী নির্বাচিত সরকারই পারে এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে।”
রবিবার (১৩ জুলাই) বিকেল ৫টায় দক্ষিণ সুরমার জালালপুর বাজারে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বারোপ করে কাইয়ুম চৌধুরী বলেন, “দেশনির্মাণে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্র এখনো থেমে নেই। নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। অদৃশ্য শত্রুরা এখন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এখনো শেষ হয়নি।”
তিনি বলেন, “বিএনপি বিশ্বাস করে—বাংলাদেশের মানুষই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বই বিএনপির চূড়ান্ত ঠিকানা। শোক, গণঅভ্যুত্থান ও বিজয়ের মাসে জনগণ একটি বিশেষ গোষ্ঠীর অপতৎপরতা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।”
সভায় সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দু এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রায়হানুল হক।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহ-প্রচার সম্পাদক শাহীন আলম জয়, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, নুরুল আমিন দুলু, সদস্য আশরাফুল আলম বাহার ও আপ্তাব উদ্দিন, ময়নুল ইসলাম মঞ্জু, আখলাকুল আম্বিয়া বাতিন, আব্দুল করিম তখই, জয়নাল আবেদীন ইমন, রাসেল হোসেন, রিফল আহমদ, আরিফ চৌধুরী, লুৎফুর রহমান, আব্দুল কাদির ও রাজু আহমেদ।
এছাড়া স্থানীয় পর্যায়ের দলীয় কর্মী ও সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট