সিলেট অনলাইন প্রেসক্লাবের...
সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবে একটি কম্পিউটার উপহার দেন দৈনিক সিলেট মিররের প্রকাশক ও বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।...
ছবি সংগৃহীত
জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্বপালনরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার শহীদ এটিএম তুরাব স্মরণে ‘তুরাব চত্বর’ উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে পৌরশহরের উত্তর বাজারে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এর উদ্বোধন করেন।
এসময় দৈনিক জালালাবাদ সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট এর ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না, শহীদ তুরাবের ভাই আবুল আহছান মো. আযরফ জাবুরসহ শহীদ তুরাবের সহকর্মী সাংবাদিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
চত্ত্বরে নির্মিত এই ফলকে শহীদ তুরাবের পারিবারিক পরিচয়, আহত হওয়ার স্থান ও ইন্তেকালের তথ্য বর্ণনা করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই নগরীর বন্দর বাজারে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মো. তুরাব। তাঁর গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামে। তিনি বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মাস্টার আব্দুর রহীমের ছেলে।
এসএ/সিলেট