বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রের ব্যাপারে...
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন,...
জৈন্তাপুর চিকনাগুল বাজারে লিফলেট বিতরণ ও পথসভা
ছবি সংগৃহীত
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, দেশে যখন নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি হতে শুরু করেছে।
ঠিক সেই মুহুর্তে নির্বাচনকে পেছানোর জন্য বিএনপির বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় ও বৃহৎ রাজনৈতিক দল। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করে কোন লাভ নেই। নির্বাচন পেছানোর কোন ষড়যন্ত্র জাতি মেনে নিবেনা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি রবিবার (১৩ জুলাই) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজারে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
চিকনাগুল ইউনিয়ন বিএনপির বিএনপির সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, সাবেক আহবায়ক এবিএম জাকারিয়া, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুজ্জামান, চিকনাগুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মছদ্দর আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক নাসির উদ্দীন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সুজন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মছব্বির আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক অঞ্জন দাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নোমান আহমেদ, ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির, সাধারণ সম্পাদক রিমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহবায়ক শফিউল ইসলাম, যুগ্ম আহবায়ক ইকরাম আহমেদ ও সদস্য সচিব সাহেল আহমেদ প্রমুখ।
এসএ/সিলেট