বর্ণাঢ্য আয়োজনে সিলেটে বাংলানিউজের...
১৬ তম বর্ষে পদার্পন উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে দেশের জনপ্রিয় ও শীর্ষস্থানীয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন...
ছবি সংগৃহীত
শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্তের সময় বর্ধিত করেছে সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব।
আগ্রহী সাংবাদিকদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে (১ জুলাই-৫ আগস্ট’২০২৪) প্রকাশিত বা ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত প্রতিবেদন/ ফটো/ রিপোর্ট ১২ জুলাই ২০২৫ এর মধ্যে সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বরাবরে জমা দেবার জন্য আহ্বান করা হচ্ছে।
এর আগে ৭ জুলাই পর্যন্ত দরখাস্ত আবেদনের সময়সীমা বেধে দেয়া হয়েছিল। মনোনীত সাংবাদিককে ক্রেস্ট ও সম্মানী প্রদান করা হবে। এ পদকের জন্য কেবল সিলেট প্রেসক্লাবের সদস্যরা আবেদন করতে পারবেন।
২০২৪ সালের ১৯ জুলাই সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে নিহত হন, সিলেট প্রেসক্লাবের সদস্য, দৈনিক জালালাবাদ ও নয়াদিগন্তের ব্যুরো প্রধান এটিএম তুরাব। তার স্মৃতি রক্ষার্থে সিলেট প্রেসক্লাব সাংবাদিক এটিএম তুরাব স্মৃতিপদক প্রবর্তনের উদ্যোগ নেয়।
এসএ/সিলেট