সিলেটের পরিবহন মালিক শ্রমিকদের ডাকা...
সিলেটের পরিবহন মালিক শ্রমিকরা ধর্মঘট থেকে কিছটা সরে এসেছেন। অন্তত দু’দিনের জন্য তাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। তাদের দাবি-দাওয়াগুলো সংশ্লিষ্ট...
ছবি সংগৃহীত
জকিগঞ্জ প্রতিনিধি:: সিলেটের জকিগঞ্জে লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে সুহেল আহমদ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮ টার দিকে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সুহেল আহমদ জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অন্তর্গত সমসখানি (খালপার) গ্রামের খলিলুর রহমানের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ জুন সন্ধ্যায় গরু ব্যবসার পাওনা টাকা নিয়ে একই গ্রামের এহিয়া আহমদের সাথে সুহেল আহমদের কথা কাটাকাটি হয়।
এ ঘটনায় পরদিন ৩০ জুন সকালে সুহেল আহমদ জকিগঞ্জ থানায় এহিয়া আহমদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। থানায় অভিযোগ করায় ওইদিন বিকেলে অভিযুক্ত এহিয়া আহমদ তার পরিবারের লোকজন নিয়ে সুহেল আহমদকে তাদের বাড়ির পাঁশে পেয়ে ধারালো অস্ত্র দা-সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।
এ সময় সুহেল আহমদকে বাঁচাতে তার ছোট ভাই তারেক আহমদ গেলে তার উপরও হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এতে সুহেল ও তার ভাই তারেক গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দীর্ঘ এক সাপ্তাহ আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় মঙ্গলবার সকাল ৮ টায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের চাচা আব্দুল গফুর জানান, প্রতিপক্ষের লোকজন তার দু'জন ভাতিজার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে থানায় গিয়ে উল্টো সুহেল আহমদের পরিবারের উপর মামলা দায়ের করেছে। তাঁরা হাসপাতালে রোগী নিয়ে দৌড়াদৌড়িতে থাকায় হামলাকারীদের উপর কোন মামলা করেননি। তবে মঙ্গলবার রাতে নিহত সুহেল আহমদের জানাজা ও দাফন শেষে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করবেন।
এ বিষয়ে জানতে চাইলে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএ/সিলেট