সিলেটে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত ৫৭ মিলিমিটার

post-title

ছবি সংগৃহীত

গত ২৪ ঘন্টায় সিলেট অঞ্চলে বৃষ্টি ঝরেছে ৫৭ মিলিমিটার। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় এ অঞ্চলে বজ্রসহ হাল্কা, কোথাও আবার ভারী বৃুষ্টিপাত হতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ৩৯ দশমিক ২ মিলিমিটার। আর সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১৮ মিলিমিটার।

এদিকে সোমবার সিলেট অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।  দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।


এসএ/সিলেট