সিলেটে ভ্যাট ফোরাম ও দোকান মালিক সমিতির ভ্যাট বিষয়ক কর্মশালা

post-title

ছবি সংগৃহীত

বাংলাদেশ ভ্যাট প্রফেশনালস ফোরাম ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার যৌথ উদ্যোগে সিলেটে ভ্যাট বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই) নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ও মূল আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট ভ্যাট বিশেষজ্ঞ ডক্টর মো. আবদুর রউফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন। 

প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মো. আবদুর রউফ বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে ভ্যাট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভ্যাট প্রদান করলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভ্যাট দিলে সরকারের তহবিল বাড়বে। এতে সরকার পরিকল্পনা মতো দেশের উন্নয়ন করতে পারবে। তবে ভ্যাট নিয়ে আমাদের মাঝে ভীতি কাজ করে। ভ্যাট আদায়কারী ও প্রদানকারীদের মধ্যে সমন্বয় ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক থাকলে ভ্যাট সংক্রান্ত নানা জটিলতা দূর হবে। তাই ভ্যাট নিয়ে প্রশিক্ষণ ও সচেতনতা বাড়াতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন বলেন, ভ্যাট নিয়ে ব্যবসায়ীদের নানা সময় ঝামেলার পোহাতে হয়। ভ্যাটের পরিধি বাড়িয়ে সবাইকে এর আওতায় নিয়ে এসে ব্যবসায়ীদের ওপর চাপ কমাতে হবে। এতে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পাশাপাশি দেশের উন্নয়নও ত্বরান্বিত হবে।
কর্মশালায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি সিলেট জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান, আব্দুল মুনিম মল্লিক মুন্না, আব্দুস সোবহান, মো. ছাদ মিয়া ও হোসেন আহমদ, গোবিন্দ চন্দ্র বিশ্বাস, অ্যাডভোকেট মোস্তাকিম আহমদ কাওছার, অ্যাডভোকেট মো. আনিসুল হক, সিবানন্দ সিমস্তা, মোখলেছুর রহমান, মো. মুকুল হোসেন, মো. হাবিবুর রহমান, ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ, মীর মো. শামীম হোসাইন, বিধান চন্দ্র বর্মণ, চন্দ্র মল্লিকা, দোকান মালিক সমিতি সিলেট জেলার যুগ্ম মহাসচিব আব্দুল হাদী পাবেল, হোসেন আহমদ ও মঞ্জুর আহমদ, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ জাকারিয়া, মো. ফিরোজ উদ্দিন, মো. শাহেদ আহমদ, মো. ফখরুল ইসলাম, তাহমিদুল হাসান জাবেদ, মো. নাহিদুর রহমান, লিমন আহমদ, কয়সর আলী, মাহাম্মদ আলেক মিয়া, লায়েক মিয়া, ইফতেখার আহমদ হুমায়ুন, শরিফ আহমদ, শাহ ইমরান আহমদ, মোহাম্মদ রিপন মিয়া, মিজানুর রহমান মিলন, নোমান আহমদ, মোঃ শহিদুল, মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী, অমলেন্দু শর্মা, রুবেল আলী, রুবেল আহমদ, মোহাম্মদ রিয়াদ রহমান, মোহাম্মদ রূপন খান, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ মাসুদ মিয়া, জামিল হোসেন, মারুফ হোসেন, বিপুল সূত্রধর, নাজিমুদ্দিন রিপন, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ  হুমায়ুন কবির, সাইদুর রহমান মারুফ আহমদ, মোহাম্মদ সেলিম রুহুল, সাব্বির আহমদ, ইয়াসিন সুমন, আব্দুল করিম মল্লিক, আরিফ আহমদ, নুরুল ইসলাম, রাজু আহমেদ, মোহাম্মদ কিরণ , আবুল হোসেন প্রমুখ।



এসএ/সিলেট