বর্জ্য অপসারণে পৌরসভা-ব্যবসায়ীদের সাাথে পৌর প্রশাসকের সভা

post-title

ছবি সংগৃহীত

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি::মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের মার্কেট ও দোকানপাটের বর্জ্য অপসারণ বিষয়ে পৌরসভা ও ব্যবসায়ীদের মধ্যে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন এঁর সভাপতিত্বে  সভায় শহরের বিভিন্ন মার্কেট মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত থেকে বর্জ্য ব্যবস্থাপনা এবং শহরের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে নিয়মিত বর্জ্য অপসারণে উদ্যোগ নেয়ার দাবি জানানো হয়।

সভায় সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়, প্রতিদিন সকাল দোকান খোলার পর পৌরসভার দুটি ছোট ভ্যানগাড়ির মাধ্যমে বিভিন্ন মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য অপসারণ করা হবে। এ কাজে নিয়োজিত ভ্যানচালকদের মাসিক বেতন প্রদানের লক্ষ্যে মার্কেট মালিক ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পৌরসভাকে নিয়মিত আর্থিক অনুদান দিয়ে সহায়তা করবেন বলে প্রাথমিক  ঐরকম ২০-২৫ মার্কেট ও দুকানের নাম তালিকাভুক্ত করা হয়।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর শামিম আহমেদ চৌধুরী,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ  সমিতির সভাপতি উপজেলা  বিএনপি সাবেক সাধারণ সম্পাদক  মো. বদরুজ্জামান সজল,উপজেলা জামায়াতের নায়েবে আমির ব্যবসায়ী  মো. জাকির হোসেন,সাবেক কাউন্সিলর কায়ছার আরিফ, হারুন রশীদ, জহিরুল ইসলাম খান কছরু, পৌর জামায়াত সভাপতি রুহুল আমিন রইয়ব,আলী,পৌর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল,  উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল,  বিশিষ্ট ব্যবসায়ী মো.শেলুর রহমান, সাংবাদিক শাকিল রশীদ চৌধুরী ও ময়নুল হক পবন সহ পৌর কর্মচারী কর্মকর্তাবৃন্দরা।


এসএ/সিলেট