নগরীর কাষ্টঘরে মাদকবিরোধী অভিযানে আটক ২৫ ; মাদক উদ্ধার

post-title

ছবি সংগৃহীত

সিলেট মেট্রেপলিটন পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও নগদ অর্থসহ ২৫ জনকে আটক করেছে।

শনিবার { ১২ জুলাই) বিকাল ৫টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর কাষ্টঘর সুইপার কলোনিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ২৫ জনকে আটক করা হয়েছে। অভিযানের বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এসময় ২২০পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ৫৭ হাজার ৫০ টাকা, ৬৯০ পুড়িয়া গাঁজা ও ১৫৮ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 


এসএ/সিলেট