ফ্যাসিবাদী সরকারের পতনের নেপথ্যে...
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আমরা দীর্ঘ ১৫ বছর আন্দোলন সংগ্রাম করেছি। একটি স্বচ্ছ, স্বাভাবিক, গ্রহণযোগ্য ও সুষ্ঠ...
ছবি সংগৃহীত
সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষে, ভক্তি, সৌহার্দ্য ও স্মৃতিচারণের আবহে ইসকন সিলেট আয়োজন করে এক আন্তরিক পুনর্মিলনী অনুষ্ঠান। শনিবার (১২ জুলাই) দুপুর ১২টায় সিলেটের ইসকন মন্দির প্রাঙ্গণে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুজ্যপাদ শ্রীশ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ।তাঁর সুচিন্তিত বক্তৃতায় উঠে আসে রথযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য, ভক্তি ও সেবার মাহাত্ম্য। তিনি বলেন, “রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি আত্মার যাত্রা। এই পুনর্মিলনী আমাদের ভক্তির বন্ধনকে আরও সুদৃঢ় করে।”
এছাড়া অন্যন্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী, ইসকন বাংলাদেশের ক্রাইসেস ম্যানেজমেন্ট সদস্য যুগধর্ম দাস, সিলেট বিভাগের ইসকন ম্যারেজ বোর্ডের সদস্য বলদেব কৃপা দাস, ইসকন সিলেট বিভাগীয় সমাজ সেবা বিভাগের সদস্য বুদ্ধি গৌর দাস অধিকারী, সিলেট বিভাগীয় শিশু ও মহিলা সুরক্ষা বিভাগের সদস্য প্রেম কাদম্বিনী দেবী দাসী,ইসকন সিলেট মন্দিরের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস, স্বেচ্ছাসেবকবৃন্দের প্রতিনিধি ও অতিথিবৃন্দ।
তাঁরা রথযাত্রা-২০২৫ এর সাফল্যের জন্য সকল ভক্ত ও সেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে রথযাত্রার সফল আয়োজনে বিশেষ ভূমিকা রাখা ব্যক্তিদের হাতে স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন স্বেচ্ছাসেবক,পুজারী বিভাগ, মহাপ্রসাদ পরিবেশক ও নিরাপত্তাকর্মী।
অনুষ্ঠানে কীর্তন পরিবেশনায় মুখর হয় চারপাশ। নবীন ভক্তদের উচ্ছ¡াস ও প্রবীণদের অভিজ্ঞতা মিলে এক অনন্য মিলনমেলার আবহ তৈরি হয়। সমাপ্তি মুহূর্তে উপস্থিত সকলকে পরিবেশিত হয় মহাপ্রসাদ। আত্মিকতা, সৌহার্দ্য ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ এই আয়োজন হয়ে ওঠে রথযাত্রার পরবর্তী এক নতুন স্মৃতি।
এসএ/সিলেট