রথযাত্রা উৎসব শেষে সিলেটে ইসকনের...
সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষে, ভক্তি, সৌহার্দ্য ও স্মৃতিচারণের আবহে ইসকন সিলেট আয়োজন করে এক আন্তরিক পুনর্মিলনী...
ছবি সংগৃহীত
সিলেট-৬, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ছাত্রদল বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন। প্রতিটি আন্দোলন সংগ্রামে এ দলের অসামান্য অবদন রয়েছে।
আগামীতে গণতন্ত্রে উত্তরণে ছাত্রদলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে জনগনের ঘরে ঘরে যেতে হবে। মানুষকে এর সুফল বুঝাতে হবে।
তিনি বলেন, সন্ত্রাসমুক্ত দেশ গড়তে ছাত্রদলের ভূমিকা অপরিহার্য। আমি জানি ছাত্রদল জনগনের পাশে আছে, জনগনের সাথে আছে। জনগনের আস্তা ও বিশ্বাস নিয়ে ছাত্রদলকে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে।
তিনি শনিাবর বিকেলে গোলাপগঞ্জের বাঘা ইউনিয়ন ছাত্রদলের কার্যালয় উদ্বোধন ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাঘা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম এবং সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান রুমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ।
অনুষ্ঠানে ফয়সল আহমদ চৌধুরী বলেন, আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ৩১ দফার কোনো বিকল্প নেই। আমাদের এই দফাগুলো বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অবশ্যই ছাত্রদলকে অতীতের মতোই দৃঢ় ভূমিকা পালন করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাঘা ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক সেনাম উদ্দীন, উপজেলা যুবদলের সদস্য হুসেন আহমদ, বাঘা ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি আলী আশরাফ রুহিন, সহ সাধাণ সম্পাদক রফি আহমদ, নাঈম আহমদ, সদস্য সুমন আহমদ, মিজান আহমদ প্রমুখ। শুভেচ্ছা ভক্তব্য রাখেন ক্রীডা সম্পাদক তাহেল আহমদ।
এছাড়াও গোলাপগঞ্জ উপজেলা বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে, ফয়সল আহমদ চৌধুরী গোলাপগঞ্জে বাঘায় বিএনপি সমর্থিত মহিলাদের সাথে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। বিপুল এই জনশক্তিকে বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন অসম্ভব। এক কথায় দেশের সার্বিক উন্নয়নে নারীর ভূমিকা অনস্বীকার্য।
তিনি শনিবার দুপুরে গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে বিএনপি সমর্থিত নারীদের নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের নারী সমাজ দেশে-বিদেশে কঠোর পরিশ্রমী হিসাবে সুনাম অর্জন করেছেন। দেশের প্রায় সব সেক্টরেই তারা তাদের মূল্যবান অবদান রাখছেন। তাদের জন্য আরও বেশী কাজের সুযোগ সৃষ্টির ব্যাপারে বিএনপি মনোযোগী। অবশ্যই আমরা ক্ষমতায় গেলে দেশের নারী শক্তিকে কাজে লাগানোর মতো প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বিএনপি সমর্থিত নারীদের হাতে ৩১ দফার ক্যালেন্ডার তুলে দেন।
এসময় উপিস্থিত ছিলেন শাফিয়া বেগম, জুসনা বেগম, রেখা বেগম, রিনা বেগম, লায়লি বেগম, পান্না বেগম, রেবা বেগম, লিপি বেগমসহ গোলাপগঞ্জের বিএনপি সমর্থক শতাধিক নারী।
এসএ/সিলেট