লাক্কাতুরা থেকেে ইয়াবাসহ যুবক আটক

post-title

ছবি সংগৃহীত

সিলেটের লাক্কাতুরা চা বাগানের ক্লাব লাইন এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক বিপ্লব গোয়ালা লাক্কাতুরা চা বাগান ক্লাব লাইন ঠিকানার মেঘনাথ গোয়ালা ও ভানুমতি গোয়ালার ছেলে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাক্কাতুরা চা বাগানের ক্লাব লাইন এলাকা থেকে বিপ্লব গোয়ালাকে আটক করে এয়ারপোর্ট থানার একদল পুলিশ সদস্য।

এসময় তার হেফাজত থেকে ৬ হাজার টাকা বাজার মূল্যের ২০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। বিপ্লবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএ/সিলেট