মৃত্যুদন্ডপ্রাপ্ত শাবির সেই...
অভিজিৎ রায় হত্যাকান্ডের ঘটনায় ২০২১ সালে আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুজাম্মিল হুসাইন সাইমন এর...
ছবি সংগৃহীত
অভিজিৎ রায় হত্যাকান্ডের ঘটনায় ২০২১ সালে আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুজাম্মিল হুসাইন সাইমন এর মুক্তি চেয়ে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর এলাকায় মানববন্ধন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মুমিন ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সাইমনের ভাই আব্দুল্লাহ আল হোসাইন জানান, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর অভিজিৎ হত্যার অভিযোগে ঢাকার বাউনিয়া থেকে তার স্ত্রী ও শিশু সন্তানের সামনে সিটিটিসি তাকে অপহরণ করে।
মানবন্ধনে ড. আব্দুল্লাহ আল মুমিন বলেন, শিক্ষার্থী হিসেবে থাকে বিভাগে দীর্ঘদিন পেয়েছি। সে অত্যন্ত মেধাবী এবং ভালো প্রোগ্রামার ছিল। তার অপরাধ সে একজন ভালো প্রেকটিসিং মুসলিম। হাসিনার বাহিনী এটা সহ্য করতে পারেনি।
তাই থাকে জঙ্গি নাটক সাজিয়ে বছরের পর বছরের নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা চাই এই ঘটনার পুনঃতদন্ত হোক। জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে মৃত্যুদন্ড দেওয়া মানবতাবিরোধী অপরাধ।’
এসএ/সিলেট