সুনামগঞ্জে এনসিপির প্রধান সমন্বয়কারী সাজাউর রাজা

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির প্রধান সমন্বয়কারী হলেন দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন।

গত শনিবার রাতে দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত কমিটি প্রকাশিত হয়। কমিটিতে যুগ্ম সমন্বয়কারীরা হলেন- মো.হারুনুর রশিদ, আতাউর রহমান স্বপন, আবু সালেহ নাসিম, ইসহাক আমিনি, শহিদুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, আলাল উদ্দিন, ড. করিম মিয়া, শিবনাথ বিশ্বাস, জুলপাশ খান, ফয়সাল আহমেদ, শাহানুর আলম, বিকাশ রঞ্জন তালুকদার, মো. রেজাউল করিম, আমিনুল হক শিপন, মির্জা আব্দুল অদুদ, আলী হোসেন খান, মো. নুরুল ইসলাম, আজাদ নুর মিয়া, শ্যামল দত্ত, হাসান আল মাসুম, হাফেজ আরিফুল ইসলাম সরকার, মো. শামিম আহমেদ, মো. আব্দুর রহমান দোলাল, হাফিজ আহমদ, সাদিকুর রহমান, রফিক আহমদ, মো. সাইফুল ইসলাম, মকবুল হোসেন, মো. আলী রাজ আহমেদ।

নবগঠিত কমিটির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন গণমাধ্যমকে বলেন, জুলাই স্পিরিটকে ধারণ করে এনসিপির আত্মপ্রকাশ হয়েছে।

ফ্যাসিবাদের বিলুপ্তি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে এ কমিটি কাজ করবে। এবং আগামী ত্রয়োদশ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনে এনসিপির প্রার্থী থাকবে।

এসএ/সিলেট