শাবিতে চলছে দুই দিনব্যাপি ফ্রি স্টুডেন্ট হেলথ ক্যাম্প

post-title

ছবি সংগৃহিত

প্রথমবারের মতো ‘স্টুডেন্ট এইড সাস্ট’র উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলছে দুই দিনব্যাপী ফ্রি স্টুডেন্ট হেলথ ক্যাম্প। এতে সিলেটের স্বনামধন্য ডাক্তার দেখানোর সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক বিজ্ঞান ভবনের নিচ তলায় সকাল দশটায় শুরু হয় দুই দিনব্যাপী এই কর্মসূচি। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন। ১৮ সেপ্টেম্বর ছেলেদের জন্য এবং ১৯ সেপ্টেম্বর নারী শিক্ষার্থীদের জন্য ডাক্তার দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

এতে সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ ও ইবনে সিনা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ, চর্ম, যৌন, এলার্জি রোগ বিশেষজ্ঞ এবং ডায়াবেটিস ও বাত রোগ বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত রয়েছেন। এছাড়াও আগামীকাল নারী শিক্ষার্থীদের জন্য স্ত্রীরোগ, প্রসূতি বিশেষজ্ঞ সার্জন, ডেন্টাল সার্জন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উপস্থিত থাকবেন।

স্বাস্থ্য ক্যাম্পে থাকছে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, বøাড প্রেসার, সুগার (ডায়াবেটিস টেস্ট), বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসালটেশন, নিউট্রিশনিস্ট, মানসিক স্বাস্থ্য সচেতনতা সেবা এবং প্রাথমিক ঔষধ সরবরাহ।

স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক সাধারণ শিক্ষার্থী রয়েছি যারা আর্থিক সমস্যার কারণে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ হয়না। ক্যাম্পাসে প্রথমবারের মতো এরকম একটা আয়োজনে আমরা সত্যিই আনন্দিত। আমরা চাই মাঝেমাঝেই যেন এরকম আয়োজন করা হয়।’

এ বিষয়ে স্টুডেন্ট এইড সাস্ট’র আহবায়ক ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই আমাদের এই সংগঠনটি শিক্ষাবৃত্তি, আর্থিক সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ এবং শিক্ষার্থীদের কল্যাণে নানামুখী আয়োজন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি যাতেকরে শিক্ষার্থীরা ফ্রিতে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ পান।’

স্টুডেন্ট এইড সাস্ট’র সভাপতি মো. শাকিল আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতেই আমাদের এই পথচলা। বৃহস্পতিবার আমাদের ভাইদের জন্য বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর ব্যবস্থা করা হয়েছে এবং শুক্রবারআমাদের বোনেরা বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন।’ তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীরা উপকৃত হন এরকম কর্মসূচি আগামীতেও আমরা করব। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

এসএ/সিলেট