আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা...
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বরন সভাপতিত্বে শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা-২০২৫খ্রিঃ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।...
ছবি সংগৃহিত
সিলেটের কানাইঘাটে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত মাওলানা শরিফ উদ্দিন শরিফ। অবশেষে তাকে বালাগঞ্জ উপজেলার তাজপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ। তার মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল জানান, ভিডিওতে শিশুটিকে যৌন নিপীড়নের দৃশ্য ধরা পড়েছে। সেটি ২০২২ সালে গোয়াইনঘাট উপজেলার নন্দিগাও ইউনিয়নের মানাগাঁও গ্রামের মানাউরা উত্তর পাড়া জামে মসজিদের ঘটনা। অভিযুক্ত মৌলভী শরিফ উদ্দিন মানাউরা জামে মসজিদের ইমাম ছিলেন। ভিডিওর শিশুটি মানাউরা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। শরিফ উদ্দিনের ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে।
ভিডিও ভাইরাল পর বৃহস্পতিবার রাতে শরিফ উদ্দিনের সিঙ্গারীপাড়ের বাড়িতে অভিযান চালায় কানাইঘাট থানা পুলিশ। এরপর হরিপুর ও বালাগঞ্জে তার অবস্থান পাওয়া গেলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরবর্তীতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ও বালাগাঞ্জ থানা পুলিশের সহযোগিতায় শরিফ উদ্দিনকে তাজপুর থেকে আটক করা হয়। বর্তমানে সে বালাগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শরিফ উদ্দিনের বাড়ি কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সিঙ্গাড়ীপাড় গ্রামে। এলাকায় লোকজন জানান, ২ বছর থেকে সে বাড়িতে আসে না এবং বাড়িতে তার স্ত্রী ও দুই সন্তানের কোন ধরনের খোঁজ-খবর রাখেনি।
এসএ/সিলেট