আব্দুল জব্বার জলিল ট্রাস্টের উদ্যোগে কৃত্রিম পা ও হুইল চেয়ার বিতরণ

post-title

ছবি সংগৃহিত

আব্দুল জব্বার জলিল কল্যান ট্রাস্টের উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের কৃত্রিম পা সংযোজন, হুইল চেয়ার বিতরণ ও একটি সরকারি হাসপাতালকে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়েছে।
 বৃহস্পতিবার সকালে নগরীর জেল রোডস্থ আনন্দ টাওয়ারে এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রাস্টের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।

ট্রাস্টের চেয়ারম্যান আবদুল জব্বার জলিলের সভাপতিত্বে ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সচিব মো. জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়েজ আহমদ, জালালাবাদ গ্যাসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও জালালাবাদ রোটারি হাসপাতালের চেয়ারম্যান শোয়েব আহমদ মতিন, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ ইফতেখার আলম, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কাপ্তান হোসেন, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও সিলেটভিউ২৪ডটকমের সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, জালালাবাদ রোটারি হাসপাতালের কনসালটেন্ট ডা. আল মামুনুর রশিদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শাহরীয়ার চৌধুরী ও ট্রাস্টের সদস্য সুইডেন প্রবাসী ফরিদ আহমদ।

ট্রাস্টের চেয়ারম্যান আবদুল জব্বার জলিল জানিয়েছেন, আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় তিনি সমাজের বঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করেন। অতীতে তিনি গৃহনির্মাণ, চিকিৎসা ও শিক্ষা সহায়তা, করোনাকালীন অক্সিজেন সেবাসহ বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছেন। তবে এবার প্রথম প্রতিবন্ধীদের কল্যানে তার ট্রাস্ট কাজ শুরু করেছে। ট্রাস্টেও পক্ষ থেকে ২০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে কৃত্রিম পা সংযোজন ও হাঁটতে অক্ষম ৫০ জনকে হুইল চেয়ার প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ৫ জনের কৃত্রিম পা সংযোজন করে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনের পা সংযোজনের জন্য চিঠি দেওয়া হয়েছে। এছাড়া জকিগঞ্জ সরকারি হাসপাতালকে তিনটি অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আবদুল জব্বার জলিল জাতীয় পদকপ্রাপ্ত সমাজসেবী। একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী  হলেও তাঁর ধ্যান-জ্ঞান সমাজসেবায়। করোনাকালীন সময়ে সবাই যখন প্রাণরক্ষায় গৃহবন্দি, তখন আবদুল জব্বার জলিল ও তার ট্রাস্ট মানুষের ঘরে ঘরে অক্সিজেন সেবা পৌঁছে দিয়ে পরম মানবিকতা দেখিয়েছেন। তার ট্রাস্টের মাধ্যমে অনেকে মাথা গোঁজার ঠাঁই পাকা ঘর পেয়েছেন।

এছাড়াও চিকিৎসা ও শিক্ষা খাতে তিনি অনবদ্য অবদান রাখছেন। আবদুল জব্বার জলিলের মতো বিত্তবানরা এগিয়ে  আসলে সমাজের বঞ্চিত ও অবহেলিতরা উপকৃত হবে।


এসএ/সিলেট