আব্দুল জব্বার জলিল ট্রাস্টের উদ্যোগে...
আব্দুল জব্বার জলিল কল্যান ট্রাস্টের উদ্যোগে অসহায় প্রতিবন্ধীদের কৃত্রিম পা সংযোজন, হুইল চেয়ার বিতরণ ও একটি সরকারি হাসপাতালকে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান...
ছবি সংগৃহিত
মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চল, সিলেটের পরিচালক প্রফেসর গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, জালালাবাদ কলেজের শিক্ষাক্ষেত্রে যেকোন সহযোগিতা তাঁর দপ্তর থেকে অব্যাহত থাকবে। মন দিয়ে পড়ালেখা করলে ভালো ফলাফল করা সম্ভব।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, কলেজের স্বনামধন্য অধ্যক্ষ আকঞ্জি স্যারের সুযোগ্য নেতৃত্বে যেমনিভাবে প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ের আলোকিত মানুষ গড়ে উঠেছে তেমনিভাবে তোমরাও স্যারের নেতৃত্বে আলোকিত নাগরিক হিসেবে গড়ে উঠবে, এ প্রত্যাশা করছি। অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, পুরুষ অভিভাবকরা সন্ধ্যার পর যথাসম্ভব বাসায় থেকে শিক্ষার্থীদের পড়াশোনার তদারকি করবেন এবং মোবাইল নামক ডিভাইস থেকে দূরে রাখবেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে জালালাবাদ কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অধ্যক্ষ প্রফেসর মুহঃ হায়াতুল ইসলাম আকঞ্জি এর সভাপত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদির বলেন, আকঞ্জি স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং আমাদের কর্মক্ষেত্রে তা বাস্তবায়ন করেছি, তোমরাও স্যারের সান্নিধ্যে থেকে নিজেকে মেধাবী শিক্ষার্থী হিসেবে গড়ে তুলবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর ও সহকারি অধ্যাপক আয়েশা বেগম। নবীন শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্যকালে শিক্ষার্থীরা জালালাবাদ কলেজে ভর্তি হতে পেরে আনন্দ প্রকাশ করেন। শিক্ষার্থীরা বলেন, আমাদের সৌভাগ্য হয়েছে প্রফেসর আকঞ্জি স্যারের নেতৃত্বে জালালাবাদ কলেজের শিক্ষার্থী হওয়ার, যাঁর ছাত্র ছিলেন আমাদের বাবারা ও মায়েরা।
অভিভাবকের বক্তব্যে দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো প্রধান কবির আহমদ বলেন, জালালাবাদ কলেজ এমন এক আলোকিত শিক্ষাবিদের নেতৃত্বে চলছে যাঁর সান্নিধ্যে আমরাও লেখা-পড়া করেছি এবং আমাদের ছেলে-মেয়েদেরকে উনার সান্নিধ্যে দিতে পেরে আমরা গর্ববোধ করছি। আমরা আশা করি আকঞ্জি স্যারের সংস্পর্শে আমাদের ছেলে-মেয়েরা সমাজের আলোকিত মানুষ হবে।
সাদিক আহমদ রুবেল ও জামিল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ কলেজের শিক্ষকবৃন্দ সালমা, ফাহিমা সুলতানা চৌধুরী, ফরিদ আহমদ, নজরুল ইসলাম, তাহসিন সিদ্দিকা, নাবিলা রহমান চৌধুরী, ফারুক আহমদ, মেহেদী হাসান জাবেদ, সাজিদুর রহমান মুরাদ, সাব্বির আহমদ মিজান, মো: বেলাল আহমদ, ইফতিখার আহমদ চৌধুরী, মো: মুশাহিদ আলী, ফারহা সুলতানা চৌধুরী প্রমূখ।
এসএ/সিলেট