দক্ষিণ সুরমায় বিদেশী মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

post-title

ছবি সংগৃহিত

নগরীর দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। এসময় তাদের বসত বাড়ির টিনশেড ঘরের ভেতর থেকে ৩৩৫ বোতল বিদেশী বিভিন্ন জাতের মদ উদ্ধার করা হয়। যার পরিমাণ ৯০ দশমিক ১ লিটার এবং আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হিলু রাজীবাড়ি এলাকার সমুজ আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমা থানার হিলু রাজীবাড়ি এলাকার মৃত তবারক আলীর ছেলে সমুজ আলী ও তার স্ত্রী হাসনা বেগম।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হিলু রাজীবাড়ি এলাকার সমুজ আলীর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। এসময় সমুজ আলীর বসত বাড়ির টিনশেড ঘরের ভেতর থেকে ৩৩৫ বোতল বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়। এসময় সমুজ আলী ও তার স্ত্রী হাসনা বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় অজ্ঞাতনামা কয়েক জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পুলিশের অভিযানে উদ্ধারকৃত বিদেশী মদের পরিমাণ ৯০ দশমিক ১ লিটার এবং আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮২ হাজার ৬০০ টাকা। উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং- ১৬, তারিখ:১৮/০৯/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ২৪ (খ)/৩৮/৪১ রুজু করা হয়।

উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনায় আসামী সমুজ আলী এর বিরুদ্ধে দক্ষিণ সুরমা খানার মামলা নং-২৩, তারিখ-১৭/০৫/২০২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণী ২৪(খ)। দক্ষিণ সুরমা থানার মামলা নং-০১, তারিখ-০৩/০৪/২০২৫, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণী ২৪(ক)। দক্ষিণ সুরমা থানার মামলা নং-২৪, তারিখ-২৯/১০/২০২০, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারণী ২৪(খ) মামলা সমূহ আদালতে বিচারাধীন পাওয়া যায়। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘সমুজ আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও দক্ষিণ সুরমা থানায় মাদকের মামলা রয়েছে। বুধবার সমুজের বসত বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়েছে এবং সমুজ আলী ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

এসএ/সিলেট