প্রধান অতিথি সাবেক এমপি হামিদ আযাদ

রেজিস্ট্রারি মাঠে জামায়াতের বিক্ষোভ শুক্রবার

post-title

ছবি সংগৃহিত

জুলাই সনদের আইনীভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে সিলেটে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে জামায়াত। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে রেজিস্ট্রারি মাঠ থেকে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হবে।

কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে অনুষ্ঠিতব্য উক্ত বিক্ষোভ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

এছাড়া কর্মসূচীতে অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। কর্মসূচী সফল করতে ইতোমধ্যে বুধবার ও বৃহস্পতিবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর সকল সাংগঠনিক থানায় লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করা হয়েছে।

যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ কর্মসূচীকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী।

জামায়াত ঘোষিত ৫ দফা দাবিগুলো হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এসএ/সিলেট