হবিগঞ্জ সীমান্তে দেড় কোটি টাকার...
হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় আটটি পৃথক অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫)। বুধবার (১৭...
ছবি সংগৃহিত
লাইসেন্স না থাকায় হবিগঞ্জ শহরে হেলথ কেয়ার হাসপাতালকে সিলগালা এবং লাইসেন্স নবায়ন না থাকায় আল রাফি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে শহরের সিনেমা হল সড়কে অবস্থিত ওই প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু।
অভিযানকালে হেলথ কেয়ার হাসপাতালের কোনো ডাক্তার পাওয়া যায়নি, নার্স দিয়ে চলছিল চিকিৎসা। ল্যাবের অবস্থাও মানসম্মত নয়। ভ্রাম্যমান আদালতকে লাইসেন্স দেখাতে ব্যর্থ হন ওই হাসপাতালের পরিচালক মতিউর রহমান।
এসব অপরাধে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং হেলথ কেয়ারকে সিলগালা করে দেয়া হয়। পরে অভিযান চালানো হয় জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরীর মালিকানাধীন আল রাফি হাসপাতালে। এই হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকায় ৫০ হাজার টাকা জরিমনা করা হয়।
অভিযানে সহযোগিতা করেছেন হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার শরীফ মো. সানজিদ জামান, ভোক্তা অধিকার ও পরিবেশ কর্মকর্তারা।
এছাড়াও হবিগঞ্জ সদর থানার এসআই দেলোয়ার সহ পুলিশের একটি টীম অভিযানে আইনী সহযোগিতায় ছিলেন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু বলেন, হেলথ কেয়ার হাসপাতালটি দীর্ঘদিন ধরে লাইসেন্স বিহীনভাবে পরিচালিত হচ্ছে। কোনো ডাক্তার পাওয়া যায়নি, নার্স দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে, ল্যাবের অবস্থাও মানসম্মত নয়। এসব কারণে ওই হাসপাতালকে সিলগালা করা হয়েছে। লাইসেন্স নবায়ন না থাকায় আল রাফি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমনা করা হয়।
এসএ/সিলেট