সিলেটে টিটিসির প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

post-title

ছবি সংগৃহিত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আলমপুরস্থ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় তিনি পরিদর্শনে যান তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তারা প্রশিক্ষণ কেন্দ্রের চলমান কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন। প্রশিক্ষণের মান, কারিগরি সুবিধা এবং ভবিষ্যতে আরও কর্মমুখী শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেন। এ সময় উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও প্রশিক্ষণ কার্যক্রমের উন্নয়নে পরামর্শ দেন এবং প্রশিক্ষণার্থীদের নিয়মিতভাবে ক্লাসে অংশগ্রহণের আহ্বান জানান।

এসএ/সিলেট