নগরীর কাষ্টঘরে মাদকবিরোধী অভিযানে আটক...
সিলেট মেট্রেপলিটন পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও নগদ অর্থসহ ২৫ জনকে আটক করেছে। শনিবার { ১২ জুলাই) বিকাল ৫টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
ছবি সংগৃহীত
সিলেট বিভাগের ১৯ টি সংসদীয় আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টায় নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের প্রতিষ্ঠাতা মহাসচিব বর্তমান উপদেষ্টা ভাষা সৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান তাদের নাম ঘোষণা করেন।
ঘোষিত তালিকা যথাক্রমে: সুনামগঞ্জ-১ আসনে খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে সুনামগঞ্জ জেলা সিনিয়র সহ সভাপতি সাখাওত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগর শাখার তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্য লুটন শাখা সহ সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগর সহ সভাপতি হাফিজ মাওলানা আবদুল কাদির।
সিলেট-১ আসনে সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক মুফতী আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে সিলেট জেলা উপদেষ্টা মুফতী আবুল হাসান, সিলেট- ৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমান।
মৌলভীবাজার-১ আসনে কাতার শাখা সহ সভাপতি মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল, মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়দ।
হবিগঞ্জ-১ আসনে হবিগঞ্জ জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ূম জাকি, হবিগঞ্জ-২ আসনে আমীরে মজলিস মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী, হবিগঞ্জ-৪ আসনে মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাসিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডা: এ এ তাওসীফ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
এসএ/সিলেট