খুলনায় যুবদল নেতাকে গুলি করে...
খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক নেতা মোল্লা মাহবুবুর রহমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিম...
ছবি সংগৃহীত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইন করতে পারে এমন আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তের সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী এলাকায় বৃহস্পতিবার রাতে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ভারতীয় নাগরিকদের বিএসএফের পুশইনের খবরে রাতে স্থানীয় মসজিদে মাইকিং করে লোকজনদের সতর্ক থাকতে বলা হয়। তবে এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশ ঘটেনি বলে নিশ্চিত করে বিজিবি জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।
জানা গেছে, আগরতলা বিমানবন্দরের পাশের গেটের কাছে প্রায় ১৫০ জন ভারতীয় নাগরিককে জড়ো করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি রাতজুড়ে সীমান্তে টহল জোরদার করে।
নোয়াবাদী গ্রামের আনিস মিয়া ও নলগড়িয়া গ্রামের ফজলুল হক জানান, বিজিবির টহল তৎপরতা বেড়ে গেলে সীমান্ত এলাকায় গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। স্থানীয় কয়েকটি মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনাস্থলের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যা আরও আতঙ্ক বাড়িয়ে দেয়।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছি। গোপন তথ্যের ভিত্তিতে ভারতীয় নাগরিকদের পুশইনের আশঙ্কায় আগাম প্রস্তুতি নিয়ে ওই এলাকায় টহল জোরদার করা হয়।
এসএ/সিলেট