যুব হকির এশিয়া কাপে পদক...
এবারই প্রথম হকি অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে অংশ নিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার অংশ নিয়েই ব্রোঞ্জ পদক জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। রোববার (১৩ জুলাই)...
ছবি সংগৃহীত
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পর হাল ধরলেন কাইল মেয়ার্স ও ইফতিখার আহমেদ। ঝড়ো ব্যাটিংয়ে দলকে এনে দিলেন লড়াইয়ের পুঁজি। পরে শুরুতে খরুচে বোলিং করা সৈয়দ খালেদ আহমেদ ঘুরে দাঁড়ালেন দারুণভাবে। তার ৪ উইকেটে গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ এক জয় দিয়ে যাত্রা শুরু করল রংপুর রাইডার্স।
শুক্রবার সকালের ম্যাচে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের ১৬২ রানের জবাবে ৫ বল বাকি থাকতেই ১৫৪ রানে গুটিয়ে যায় গায়ানা।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে রংপুরকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। এই জুটি ভাঙেন গুড়াকেশ মোতি। তার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ১৮ রান করা সাইফ। পরে সৌম্যও থেমে যান ৩৫ রানে, তিনিও শিকার হন মোতির।
এরপর ইমরান তাহিরের জোড়া আঘাতে রংপুরের ইনিংসে নামে ধস। এক বলের ব্যবধানে বোল্ড হয়ে ফেরেন আজমতউল্লাহ ওমরজাই ও ইয়াসির আলী রাব্বি। এরপর ১০ বলে ১৮ রান করে বিদায় নেন অধিনায়ক নুরুল হাসান সোহান।
তবে ছয় নম্বরে নেমে ইনিংস গুছিয়ে নেন কাইল মেয়ার্স ও ইফতিখার আহমেদ। একবার করে জীবন পেয়ে তারা দুজনেই সেট হয়ে যান। ষষ্ঠ উইকেটে ৭৬ রানের অপরাজিত জুটি গড়ে রংপুরকে ১৬২ রানের চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেন তারা।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ধীরগতির ছিল গায়ানার। চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় তারা ৮ বলে ৮ রান করে আউট হন রহমানউল্লাহ গুরবাজ, উইকেট নেন ওমরজাই। এরপর জনসন চার্লস ও মঈন আলী গড়েন প্রতিরোধ, কিন্তু হারমিত সিংয়ের শিকার হয়ে ৪০ রান করা চার্লস ফিরলে ভাঙে সেই জুটি। মঈনকেও থামিয়ে দেন তাবরাইজ শামসি, তার ২৭ রানের ইনিংস শেষ হয় উইকেটকিপার সোহানের দারুণ এক ক্যাচে।
পরের ব্যাটাররাও একের পর এক ফিরেছেন। জোয়েল অ্যান্ড্রু, রাদারফোর্ড, হেটমায়াররা সবাই চেষ্টা করলেও বোলারদের দাপটে সুবিধা করতে পারেননি। রাদারফোর্ডকে ১৯ রানে ফিরিয়ে খালেদ এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু, পরে ফেরান হেটমায়ারকেও।
শেষ দিকে খালেদ ঝলসে ওঠেন আরও। ইনিংসের ১৯তম ওভারে টানা দুই বলে ডোয়াইন প্রিটোরিয়াস ও শামার স্প্রিঙ্গারকে ফিরিয়ে দেন। পরের ওভারে ওমরজাই বোল্ড করে দেন ডেভিড ভিসেকে, তাতেই ১৫৪ রানে অলআউট হয়ে যায় গায়ানা।
এই জয়ে গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত সূচনা করল রংপুর রাইডার্স। ম্যাচের সেরা ছিলেন খালেদ আহমেদ, যিনি ৪ উইকেট নিয়ে গায়ানার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর: ২০ ওভারে ১৬২/৫ (মায়ার্স ৪৪*, ইফতিখার ৩৪*; তাহির ২/২১, মোতি ২/৩২)
গায়ানা: ২০ ওভারে ১৫৪ (চার্লস ৪০, মঈন ২৭; খালেদ ৪/৩৬, ওমরজাই ২/১৩)
ফল: রংপুর ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: খালেদ আহমেদ
এসএ/সিলেট