কিভাবে পাসপোর্ট রিনিউ করবেন,...
বিদেশে চাকরি, পড়াশোনা, ব্যবসা বা ভ্রমণে যেতে চাইছেন, অথচ পাসপোর্টের মেয়াদ শেষ হতে চলেছে? কিংবা মাত্র কয়েক মাস বা দিন বাকি? এমন পরিস্থিতিতে কী করবেন তা অনেকেই...
ছবি সংগৃহীত
প্রায় দুই লাখ পণ্যের উপর ৩০ শতাংশ মূল্য ছাড় দিচ্ছে দেশের অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’। এই অফারে ক্রেতারা ঢাকা ও ঢাকার বাইরে মোট ১৫টি আউটলেট, ই-কমার্স ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে পণ্য কিনতে পারবেন।
সাশ্রয়ী মূল্যে পোশাক সরবরাহকারী আধুনিক এ ব্র্যান্ডটি বলছে, অফারটি চলাকালীন অন্যান্য সকল অফার বন্ধ থাকবে। শুধুমাত্র মূল্যহ্রাসের এই অফারে ক্রেতারা পণ্য ক্রয় করতে পারবেন। এর আওতায় থাকছে মেনজ, উমেনস, বয়েজ ও গার্লস ক্যাটাগরির পণ্য।
পুরুষদের পোশাকের মধ্যেক্যাজুয়াল শার্ট, ডেনিম শার্ট,ফরমাল শার্ট, বোটম, পাঞ্জাবি,কটি, পলো ও টিশার্টে মিলছে অফারটি।
উমেন্স ক্যাটাগরিতে মিলছেটুপিস, থ্রিপিস বোটম, ক্যাজুয়াল শার্ট, ক্রপ টপ, মডেস্ট, নাইট ওয়্যার, শাড়ি, ওড়না, পার্টি ওয়্যার, সিঙ্গেল পিস, টি শার্টসহ আরও কিছু পণ্যে।
বয়েজ ক্যাটাগরিতে ছাড় থাকছে ক্যাজুয়াল শার্ট, ডেনিম শার্ট, জাম্পসুট, টু পিস, বোটম, কাবলি, কাতুয়া, পাঞ্জাবি, পলো ও টিশার্টে। গার্লস ক্যাটাগরির টুপিস, থ্রিপিস, বোটম, ফ্রক, জাম্পসুট, ওড়না, সিঙ্গেল পিস ও টি-শার্টে পাওয়া যাচ্ছে এই অফার।
আউটলেটের পাশাপাশি ‘সারা’র নিজস্ব ওয়েবসাইট https://saralifestyle.com/marketplace, ফেসবুক পেজ https://www.facebook.com/saralifestyle.bd এবং ইন্সটাগ্রাম https://www.instagram.com/saralifestyle.bd?igsh=M29jbzB6bzg2YTI=থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও আপনার অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাবেন।
এসএ/সিলেট