বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে: তারেক রহমান

post-title

ছবি সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। চা শ্রমিক ও মসজিদের ইমামদের নির্ধারিত সম্মানী দেওয়া হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে মৌলভীবাজারের শেরপুর আইনপুরে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে জেলার ৪টি আসনে বিএনপি প্রার্থী মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনে মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিবকে পরিচয় করিয়ে দেন।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের স্থানীয়রা নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সমাবেশকে কেন্দ্র করে জেলার ৭টি উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন।

এসএ/সিলেট