কানাইঘাট থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ২

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাট থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ দু’জনকে গ্রেফতার করা হয়। রবিবার দিবাগত রাতে কানাইঘাট থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নি.) মো. হাফিজুর রহমান, এসআই (নি.) শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ রবিবার দিবাগত রাতে কানাইঘাট থানা এলাকায় গ্রেফতারী অভিযান পরিচালনা করে কানাইঘাট সিআর-১১০/২৫ এর ওয়ারেন্টভুক্ত আসামী মাসহুদা বেগম ওরফে মাসুদা বেগমকে গ্রেফতার করা হয়। মাসুদা কানাইঘাট উপজেলার চটিগ্রামের কুতুব উদ্দিনের স্ত্রী।

অপর একটি অভিযানে এসআই (নি.) শাহ আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১৫১ ধারায় আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার কানাইঘাট উপজেলার পূর্ব দর্পনগরের মৃত রইছ উদ্দিনের পুত্র। তাদেরকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।


এসএ/সিলেট