ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, “ধানের শীষের বিজয় হলে...
ছবি সংগৃহীত
দক্ষিণ সুরমা উপজেলায় সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার লক্ষ্যে ‘ভোটের রিকশা’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এ অনীক চৌধুরী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটারদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ভোটের রিকশার মাধ্যমে তৃণমূল পর্যায়ে গণভোটের গুরুত্ব ও নাগরিক দায়িত্ব সম্পর্কে বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘ভোটের রিকশা’কার্যক্রম গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে মানুষকে ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করবে এবং সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান বলেন, জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ থেকে দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নে একযোগে ‘ভোটের রিকশা’কার্যক্রমের মাধ্যমে প্রচারণা শুরু হচ্ছে। এই কর্মসূচির আওতায় সাধারণ জনগণকে গণভোটের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সচেতন করা হবে। পাশাপাশি রিকশাযোগে সচেতনতামূলক গান, বার্তা, নির্বাচনী আচরণবিধি, সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মিত নির্বাচনী কথামালা প্রচার ও গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট