তারেক রহমান দেশে ফেরার পর থেকে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে: খন্দকার মুক্তাদির

post-title

ছবি সংগৃহীত

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর থেকে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। যেদিকে তিনি যাচ্ছেন সেদিকে মানুষের ঢল নামছে। সাধারণ মানুষ তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।

খন্দকার মুক্তাদির সোমবার সকাল সাড়ে ১০টায় মহানগরের ৩৮ নং ওয়ার্ডের চারুগাওয়ে এক উঠান বৈঠকে এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কমিউনিটি ক্লিনিক, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চিকিৎসাসহ প্রান্তিক লেভেল থেকে শুরু করে প্রতিটি সেক্টরে উন্নয়নের বড় পরিকল্পনা হাতে নিয়েছে। স্কুলে বাচ্চাদের টিফিনের পরিকল্পনাও করেছে বিএনপি। কারণ অপুষ্টিহীনতার জন্য মেধার প্রকৃত বিকাশ ঘটানো সম্ভব হয় না।

কর্মসংস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি সহায়তায় সিলেটে শিল্প কারখানা গড়ে তোলার মাধ্যমেই এই সমস্যা সমাধান করা হবে।

বিএনপি ক্ষমতায় থাকাকালে উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে আবারো বিএনপি ক্ষমতায় গেলে পরিকল্পনামাফিক উন্নয়ন করা হবে। যাতে দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান হয়। নতুন বাংলাদেশ গড়তে ১২ ফেব্রুয়ারি ফজরের নামাজের পরপরই ভোট সেন্টারে গিয়ে লাইনে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক সবার।

মহানগরীর ৩৮ নং ওয়ার্ডের চারুগাওয়ে আফাজ উদ্দিনের সভাপতিত্বে ও জুম্মান আহমদ এবং কাশেম আহমদের যৌথ পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান শামিম, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ। দুপুরে তিনি সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মেদেনীমহল, দর্শা, বাছিরপুর, সুজাতপুর, মীরেরগাঁওয়ে প্রচার মিছিল ও গণসংযোগে যোগদান করেন।

এসময় আরো উপস্থিতি ছিলেন- সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, স্থানীয় মুরব্বী আজম আলী মেম্বার, মাসুক মিয়া, আব্দুস সালাম, আবদুল করিম, বাদসা আহমদ, ওয়ারিছ আলী। এদিকে রবিবার রাতে দক্ষিণ সুরমার হবিনিন্দ, কায়েস্থরাইল, মুছারগাঁও, বারোখলা, দাউদপুর ও চৌমুহনী এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।

এসএ/সিলেট