সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক থেকে ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১

post-title

ছবি সংগৃহীত



সিলেটের মালনীছড়া চা বাগানের আবাদানী গলি সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক থেকে ভারতীয় পণ্যসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানাপুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল।
পুলিশ জানায়, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে চেকপোস্ট চলাকালে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার মো. সোহেল আহমদ গোয়াইনঘাট থানার রাধানগর বাজারের ভিতরেখেল এলাকার শফিকুল ইসলাম শফিক তালুকদারের ছেলে। এ সময় তার হেফাজত থেকে ১টি পিকআপে ৩৫৭ বক্স ভারতীয় সানগ্লাস এবং ১২০ বক্স ভারতীয় ইনজেকশন উদ্ধারের পর জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য ২০ লাখ ১ হাজার ৬০০ টাকা।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং ২৩/২৫/১/২৬) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসএ/সিলেট