কুলাউড়ায় নদীতে গোসলে নেমে নিখোঁজ...
মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নাঈম আহমেদ (১৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঝোঁপ থেকে ৪টি এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯। বুধবার রাত পৌনে ৯টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল এলাকার ঝোঁপ থেকে অস্ত্র ৪টি উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা যায়নি।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল এলাকার একটি পুকুরের পাড়ে এয়ারগান পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত পৌনে ৯টায় ঘটনাস্থলে পৌঁছে পুকুরের আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশী করে ঝোপের মধ্য থেকে একটি প্লাস্টিকের বস্তা দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ০৪টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত এয়ারগানগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত এয়ারগানগুলো জিডি মূলে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট