শাবিতে নারী শিক্ষার্থীদের হলে শিবিরের...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যদ্যোগে 'প্রাথমিক চিকিৎসা বক্স' বিতরণ করা হয়েছে। রবিবার (২১...
ছবি সংগৃহিত
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চার সদস্যের এক প্রতিনিধিদল মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে যান তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তারা মতবিনিময় সভায়ও মিলিত হন।
প্রতিনিধিদলে ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইঁয়া, অতিরিক্ত পরিচালক মো. সুলতান মাহমুদ ও সহকারী পরিচালক বি. এম সোহেল রানা।
ইউজিসি প্রতিনিধি দলকে ক্যাম্পাসে স্বাগত জানান মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. ইশরাত ইবনে ইসমাইল, ট্রেজারার প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা এবং রেজিস্ট্রার জাহেদ হোসেন গজনভী।
প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখেন। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সেমিনার কক্ষে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. ইশরাত ইবনে ইসমাইল, ট্রেজারার প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফাসহ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, সকল অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানবৃন্দ, আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্থায়ী সনদ অর্জনের জন্য সভার শুরুতেই ইউজিসি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান। বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা ও বর্তমান অবস্থা সম্পর্কে প্রশংসা করে তাঁরা উল্লেখ করেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি একটি স্থায়ী ক্যাম্পাসে সকল প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিয়ে দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে অনেক দক্ষ ও যোগ্য শিক্ষক রয়েছেন, যা একে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত করেছে।
প্রতিনিধিদল আশা প্রকাশ করেন, সমাজের উন্নয়ন এবং জ্ঞানচর্চায় মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইতিবাচক অবদান রাখছে ও ভবিষ্যতেও রাখবে। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটির কার্যক্রম পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন এবং এসব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। একইসাথে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশংসা করেন।
তারা আশ্বাস প্রদান করেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির গৃহীত সুনির্দিষ্ট ও ইতিবাচক কার্যক্রমে ইউজিসি সহযোগিতা বজায় রাখবে।
ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন ইউনিভার্সিটিতে গবেষণা কার্যক্রমকে অধিক গুরুত্ব দেওয়ার পরামর্শ প্রদান করেন।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি মানবিক সহযোগিতা প্রদানের ক্ষেত্রে মেট্রোপলিটন ইউনিভার্সিটির দৃষ্টান্তমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ইউজিসি প্রতিনিধি দল।
এসএ/সিলেট