শাবিতে নারী শিক্ষার্থীদের হলে শিবিরের...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যদ্যোগে 'প্রাথমিক চিকিৎসা বক্স' বিতরণ করা হয়েছে। রবিবার (২১...
ছবি সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যদ্যোগে 'প্রাথমিক চিকিৎসা বক্স' বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন শেষে নারী শিক্ষার্থীদের আবাসিক তিনটি হলে প্রাথমিক চিকিৎসা বক্স পৌঁছে দেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখা শিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন ও প্রচার সম্পাদক মুহসিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জানা যায়, প্রাথমিক চিকিৎসা বক্সে ডেটল, জীবাণুমুক্ত গজ কাপড়, ব্যান্ডেজ, কাঁচি, চিমটা, ব্যথানাশক ওষুধ, ক্রেপ ব্যান্ডেজ এবং অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধপত্র, থার্মোমিটার ও জরুরি অবস্থায় প্রাথমিক সেবা দিতে ব্যবহৃত ঔষধসহ অন্যান্য প্রয়োজনীয় ঔষধপত্র রয়েছে।
এ বিষয়ে শিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, ‘আমাদের বোনদের হলে প্রাথমিক চিকিৎসা গ্রহণের তেমন সুযোগ সুবিধা নেই। আশেপাশে ফার্মেসিও নেই যার কারণে অনেক সময় ভোগান্তির শিকার হতে হয়। তাই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।’
তিনি আরও বলেন, ‘আমরা মেয়েদের হলের পাশাপাশি ছেলেদের হলেও আজ প্রাথমিক চিকিৎসা বক্স পৌঁছে দিব। ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে। শিক্ষার্থীদের প্রয়োজনে আমাদের এসব কাজ অব্যাহত থাকবে।’
শিবিরের উদ্যােগকে স্বাগত জানিয়ে বেগম সিরাজুন্নেছা ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিহা আফরিন বলেন, ‘ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাচ্ছি মেয়েদের জন্য প্রাথমিক চিকিৎসা বক্স দেওয়ার জন্য। মেয়েরা হঠাৎ অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার তেমন সুযোগ হয়না। এটি কিছুটা হলেও মেয়েদের কাজে লাগবে। তাই তাদের উদ্যােগকে আমরা স্বাগত জানাই।’
এসএ/সিলেট