হবিগঞ্জে সীমান্তে ৫ বাংলাদেশি নাগরিক আটক

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জ সীমান্তে বিজিবির হাতে স্বামী স্ত্রীসহ ৫ বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৯৬৯/এম এর নিকট থেকে শনিবার দিবাগত রাতে তাদেরকে আটক করে।

আটককৃতরা হল- কিশোরগঞ্জ জেলা সদরের ভিলবকসাই গ্রামের অবনী কান্ত দাসের পুত্র সময় কান্ত দাস, সুনামগঞ্জ জেলার শাল্লা থানার গোযানী গ্রামের মুক্রমনি দাসের পুত্র জহর লাল দাস, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের জীবন চন্দ্র দাসের পুত্র সত্যেন্দ্র চন্দ্র দাস, তার স্ত্রী লক্ষী রানী দাস, কন্যা উতোমা কুমারি দাস।

আটককৃতদের রবিবার দুপুরে চুনারুঘাট থানায় সোপর্দ করে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা রাখা, অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ ও সীমান্ত অপরাধ প্রতিরোধ করতে আমরা শতভাগ চেষ্টা করছি এবং সীমান্তে আমাদের কঠোর নজরদারী অব্যাহত রয়েছে। কেউ অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করলে তাদের আটক করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। চোরাকারবারী, মাদক ব্যবসায়ী ও অবৈধ পারাপারের সাথে সংশ্লিষ্ট দালাল চক্রের সদস্যদের বিজিবি কোন ছাড় দেবে না।

এসএ/সিলেট