গোয়াইনঘাটে চা-শ্রমিকদের সাথে হাকিম...
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী, চা-শিল্পের সঙ্গে জড়িত...
ছবি সংগৃহিত
বিয়ানীবাজরে শিশু ধর্ষণের ঘটনায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে সিলেট জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও এএসপি (ডিএসবি) মো. সম্রাট তালুকদার এ আহ্বান জানান।
তিনি জানান, গত ১২ সেপ্টেম্বর বেলা অনুমান দেড়টায় সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন ১১নং লাউতা ইউপির অন্তর্গত লাউতা সাকিনের কালীবাড়ী বাজারস্থ “বাবু টেইলার্স’’ নামক দোকানের ভিতরে একজন শিশু ধর্ষনের ঘটনায় গত ১৯/০৯/২০২৫ তারিখ ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বিয়ানীবাজার থানার মামলা নং-০৯, তারিখ-১৯/০৯/২০২৫ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) রুজু করা হয়।
থানায় মামলা রুজু হওয়ার পর ভিকটিমের জবানবন্দি আদালতে লিপিবদ্ধ করানো হয়েছে। আসামিকে গ্রেফতার করার লক্ষ্যে বিয়ানীবাজার থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে।
কিন্তু উক্ত বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক মাধ্যমে নানা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। জনসাধারণকে এসব প্রচারে বিভ্রান্ত না হয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারে পুলিশকে সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এসএ/সিলেট