হবিগঞ্জে ৯৯ বোতল ফেনসিডিলসহ মাদককারবারী আটক

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জ জেলার সদর থানাধীন লস্করপুর থেকে ৯৯ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক মাদককারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে ১০নং লস্করপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লস্করপুর রেলক্রসিং থেকে থাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. রাসেল মিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চর গোবিন্দপুর এলাকার মো. আ. হাকিমের ছেলে ।

জানা যায়, র‌্যাব-৯, সদর কোম্পানী এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে সিলেট টু ঢাকাগামী মহাসড়কের হবিগঞ্জ জেলার সদর থানাধীন ১০নং লস্করপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লস্করপুর রেলক্রসিং হতে ২০০ মিটার দক্ষিণে রাস্তার পূর্ব পাশে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে সিলেট থেকে আসা নীল রঙের এপাচি নাম্বারবিহীন একটি মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দিলে মোটরসাইকেলটিকে ঘটনাস্থলে থামিয়ে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।

এসময় মোটরসাইকেলের পেছনে বসার স্থানে সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে তল্লাশী করে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং এই সময় মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‌'পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।'

এসএ/সিলেট