রাজনৈতিক প্রভাব ভোক্তার অধিক প্রতিষ্ঠায় ব্যত্যয় ঘটায়

post-title

ছবি সংগৃহীত

রাজনৈতিক প্রভাব, প্রশ্রয় ভোক্তার অধিকার সংরক্ষণে ব্যত্যয় ঘটায় বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। মঙ্গলবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বাংলাদেশে ভোক্তার অধিকার: বাস্তবতা, চ্যালেঞ্জসমূহ ও করণীয় বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ও শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে আলীম আখতার খান বাংলাদেশে ভোক্তা অধিকারের বাস্তবতা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, আমাদের দেশের বাজার ব্যবস্থায় সচরাচর কয়েকভাবে ভোক্তাস্বার্থ বিঘœকর হয়ে থাকে।

তার মধ্যে অন্যতম হলো- সরবরাহ চেনের অস্বাভাবিক আচরণ, ত্রুটিযুক্ত পণ্য উৎপাদন ও বাজার ব্যবস্থায় অন্তর্ভুক্তি, অধিক মূল্যে পণ্য ক্রয়/বিক্রয় এবং পরিমাণে কারচুপি করা। এছাড়াও রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিগত সময়ের ক্ষমতাসীন ও প্রভাবশালী রাজনৈতিক দল ও বলয় এর ফলে ভোক্তা অধিকার সংরক্ষণে ব্যত্যয় ঘটে।



এসএ/সিলেট