শাবিতে চলছে দুই দিনব্যাপি ফ্রি...
প্রথমবারের মতো ‘স্টুডেন্ট এইড সাস্ট’র উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলছে দুই দিনব্যাপী ফ্রি স্টুডেন্ট হেলথ ক্যাম্প।...
ছবি সংগৃহীত
রাজনৈতিক প্রভাব, প্রশ্রয় ভোক্তার অধিকার সংরক্ষণে ব্যত্যয় ঘটায় বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। মঙ্গলবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বাংলাদেশে ভোক্তার অধিকার: বাস্তবতা, চ্যালেঞ্জসমূহ ও করণীয় বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ও শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আলীম আখতার খান বাংলাদেশে ভোক্তা অধিকারের বাস্তবতা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, আমাদের দেশের বাজার ব্যবস্থায় সচরাচর কয়েকভাবে ভোক্তাস্বার্থ বিঘœকর হয়ে থাকে।
তার মধ্যে অন্যতম হলো- সরবরাহ চেনের অস্বাভাবিক আচরণ, ত্রুটিযুক্ত পণ্য উৎপাদন ও বাজার ব্যবস্থায় অন্তর্ভুক্তি, অধিক মূল্যে পণ্য ক্রয়/বিক্রয় এবং পরিমাণে কারচুপি করা। এছাড়াও রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিগত সময়ের ক্ষমতাসীন ও প্রভাবশালী রাজনৈতিক দল ও বলয় এর ফলে ভোক্তা অধিকার সংরক্ষণে ব্যত্যয় ঘটে।
এসএ/সিলেট