জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৬ দফা দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

post-title

ছবি সংগৃহীত

খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান বলেন, দেশের ছাত্রজনতা অন্তর্র্বতীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছিল ফ্যাসিবাদীদের দৃশ্যমান বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার জন্য।

কিন্তু আমরা দেখলাম সংস্কারের গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেয়ার জন্য ষড়যন্ত্র চলছে। খুনী ফ্যাসীবাদী হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচার, রাষ্ট্র সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য আমরা জোর দাবী জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করলাম অন্তর্র্বতী সরকার জনপ্রত্যাশার বিপরীতে গিয়ে সকল প্রাথমিক বিদ্যালয়ে গান-নাচের শিক্ষক নিয়োগে একটি প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করেছে। অথচ প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবী দীর্ঘদিনের। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

আমরা অবিলম্বে উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, বিচার কার্যক্রম দৃশ্যমান, ফ্যাসিবাদী দল ও দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত এবং প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

শুক্রবার বাদ জুমআ সিলেট সিটি করপোরেশন জামে মসজিদের সামন থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৬ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখা উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করে।

সিলেট মহানগরী সভাপতি ও সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও মধ্যপ্রাচ্য-আফ্রিকা শাখার পরিচালক  মৌলভিবাজার-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী  প্রিন্সিপাল মাওলানা আহমদ বেলাল।

নগর সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী'র পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, সিলেট মহানগর সহ সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, আব্দুল হান্নান তাপাদার, মাওলানা রওনক আহমদ, ডা. ফয়যুল হক, মাওলানা ইমদাদুল হক নোমানি, ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান, খেলাফত মজলিস সিলেট মহানগর  সহ সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনজুরে মাওলা, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, সহ বায়তুলমাল সম্পাদক মাস্টার ফারুক মিয়া, সহ  সাংগঠনিক আফজাল হোসাইন কামিল, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম,  সমাজকল্যাণ সম্পাদক শাহজাহান কবির ডালিম, হাফিজ মাওলানা আব্দুল হামিদ, জাহেদ আহমদ চৌধুরী, মুহাম্মদ মিজানুর রহমান, সাজিদুর রহমান প্রমুখ।

এসএ/সিলেট