শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এমন একটা দেশে আমরা বসবাস করি, যেখানে বাসের ও বিমানের ফিটনেস থাকে না। মানুষের ফিটনেস থাকে না, এমনকি...
ছবি সংগৃহিত
সুনামগঞ্জের তাহিরপুরে নিলাদ্রীর নৌকাঘাট এলাকা থেকে বিদেশী মদসহ দুইজনকে গ্রেফতার করছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) রাতে টেকেরঘাট অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- তাহিরপুর উপজেলার হাফানিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে সেলিম মিয়া এবং পাশ্ববর্তী বিন্নারবন গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আনোয়ার হোসেন।
জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুরে নিলাদ্রীর নৌকাঘাট এলাকায় হাউস বোটে আসা পর্যটকদের কাছে মাদক বিক্রির উদ্দেশ্যে আসা দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বিদেশি মদের চালানসহ তাদের গ্রেফতার করা হয়।
শনিবার তাহিরপুর থানার দায়িত্বশীল এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে টেকেরঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদের চালানসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকের চালানটি পর্যটকদের লক্ষ্য করে আনা হয়েছিল বলে জানা যায়। আটক দুইজনের বিরুদ্ধে তাহিরপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
এসএ/সিলেট