দোয়ারা সীমান্তে ১২ লাখ...
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় চোরাই গরুর চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার সিজারমূল্য আনুমানিক ১২ লাখ টাকা।বিজিবি সূত্রে...
ছবি সংগৃহিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক এমপি ও আগামী সংসদ নির্বাচনে এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন চৌধুরী বলেন, ‘আমি অসুস্থ ছিলাম, এখন সুস্থ আছি। হিন্দু মুসলিম সবাই মিলে আমার জন্য আশীর্বাদ দোয়া করবেন।
আমি ব্যাংকক থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসব। আমি ১৯৯৬ সালে যখন এমপি ছিলাম তখন কোনো চুরি হয়নি। কোনো গ্রামে খবরদার বলে পাহাড়া দেয়া লাগে নি। আপনারা কি চান আমি নির্বাচনে আসব? একথা বলতেই আপনাকে চাই চাই বলে সমাবেশস্থল মানুষের স্বরে প্রকম্পিত হয়ে উঠে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আমরা সবাই চাই দ্রুত নির্বাচন হোক।’
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে শাল্লা সরকারি ডিগ্রি কলেজ মাঠে শাল্লা বিএনপি কর্তৃক আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই দিরাই-শাল্লায় কিছু কাজ বাকী আছে। আপনারা আমাকে খুব ভালবাসেন, আমিও আপনাদের খুব ভালবাসি। জীবনের শেষ সময়ে আপনাদের সহযোগিতায় এই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। আমি আপনাদের সাথে আমৃত্যু থেকে কাজ করে যেতে চাই।
এরপূর্বে নাছির উদ্দিন চৌধুরীর মেয়ে নাজিয়া চৌধুরী বক্তব্যে বলেন, শাল্লার মানুষের ভালবাসায় আমরা মুগ্ধ। আমার বাবা আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমার বাবার এটাই শেষ নির্বাচন হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাই যেভাবে ভালবাসা দিচ্ছেন এভাবেই ভালবাসা দিয়ে আমার বাবার পাশে থাকবেন।
শাল্লা উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়ালের সভাপতিত্বে, কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান ও ছাত্রদলর সাবেক সেক্রেটারি রিয়াজুল হাসান এর যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ, শাল্লা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, আহ্বায়ক কমিটির সদস্য আলী আমজদ, ওসমান গণি, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি রুদ্র মিজান, শাল্লা উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুল হোসেন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, আটগাঁও ইউনিয়ন বিএনপি আহ্বায়ক জুনেদ মিয়া, বাহাড়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব বিজয় সরকার, যুবদল নেতা হাফিজুর রহমান, সেচ্ছাসেবক দলের সদস্য সাগর সরকার, সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতা মেহেদি হাসান, উপজেলা ছাত্রদল নেতা শাকিল আহমদ, রোমান আহম্মদ প্রমুখ।
জনসমাবেশে উপস্থিত ছিলেন নাছির উদ্দীন চৌধুরীর সহধর্মিণী ও দুই কণ্যা এবং বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনগন। তবে জনসমাবেশ স্থলে শাল্লার বিভিন্ন জায়গা থেকে ব্যান্ডপার্টি সহকারে অসংখ্য মিছিল নিয়ে আসেন উৎসুক বিএনপির নেতৃবৃন্দ।
এসএ/সিলেট