সুনামগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে জেলা প্রশাসনের দুই কর্মচারী নিহত

post-title

ছবি সংগৃহিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জেলা প্রশাসন কার্যালয়ের দুই কর্মচারী নিহত হয়েছেন। তারা দুজনই সুনামগঞ্জ জেলা প্রশাসনের জারিকারক পদে কর্মরত ছিলেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জয়কলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি সাউদেরগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদের ছেলে ছমিরুল হক জুয়েল (৩৮) এবং সুনামগঞ্জ সদর উপজেলার হাছননগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ছব্দর আলী (৩৭)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে জেলা প্রশাসনের জারিকৃত নোটিশ নিয়ে মোটরসাইকেলযোগে (সুনামগঞ্জ-হ-১১-৬১৬১) জগন্নাথপুরে যাচ্ছিলেন ছমিরুল হক জুয়েল ও ছব্দর আলী। পথে জয়কলস এলাকায় পৌঁছালে সিলেট থেকে আসা নাম্বারপ্লেটবিহীন একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছমিরুল হক জুয়েল নিহত হন। গুরুতর আহত ছব্দর আলীকে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে সিলেটে স্থানান্তর করেন। তবে পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।


এসএ/সিলেট