কিভাবে পাসপোর্ট রিনিউ করবেন, কত দিন আগে করা ভালো

post-title

ছবি সংগৃহীত

বিদেশে চাকরি, পড়াশোনা, ব্যবসা বা ভ্রমণে যেতে চাইছেন, অথচ পাসপোর্টের মেয়াদ শেষ হতে চলেছে? কিংবা মাত্র কয়েক মাস বা দিন বাকি? এমন পরিস্থিতিতে কী করবেন তা অনেকেই জানেন না—আর তাতে সৃষ্টি হয় জটিলতা ও অপ্রয়োজনীয় দৌড়ঝাঁপ।

পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ছয় মাস আগে রিনিউ করার জন্য আবেদন করাই বুদ্ধিমানের কাজ। যদিও এটি বাধ্যতামূলক নয়, আবেদনকারী চাইলে মেয়াদ শেষ হওয়ার এক মাস বা কয়েক দিন আগে কিংবা পরেও রিনিউ করতে পারেন।

কিভাবে করবেন পাসপোর্ট রিনিউ?

বর্তমানে দেশের সব জেলায় ই-পাসপোর্ট কার্যক্রম চালু থাকায়, এখন আর এমআরপি নবায়ন হচ্ছে না। এমআরপি থাকলে আপনাকে নতুন করে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হবে।

আপনি চাইলে নিজেই অনলাইনে ই-পাসপোর্টের আবেদন ফরম পূরণ করতে পারবেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—জাতীয় পরিচয়পত্রে থাকা তথ্যের সঙ্গে পাসপোর্টের তথ্য হুবহু মিলে কিনা তা অবশ্যই খেয়াল রাখতে হবে।

কেন আপনি নতুন পাসপোর্টের আবেদন করেছেন, সে বিষয়েও জানতে চাওয়া হবে। সেক্ষেত্রে বেশ কিছু অপশন আসবে যেমন- মেয়াদ ফুরিয়ে যাওয়া, হারিয়ে বা চুরি হয়ে যাওয়া, তথ্য পরিবর্তনের জন্য, পাসপোর্ট নষ্ট বা ছিঁড়ে যাওয়া কিংবা অন্যান্য কারণগুলোর মধ্য থেকে আপনি বেছে নেবেন এক্সপায়ার্ড বা মেয়াদ ফুরিয়ে গেছে- এই অপশনটি সিলেক্ট করবেন।

এবার পুরোনো পাসপোর্ট দেখে পাসপোর্ট প্রদানের তারিখ ও মেয়াদউত্তীর্ণের তারিখ লিখুন। এরপর বাকি ধাপগুলো স্বাভাবিক ই-পাসপোর্ট আবেদনের মতই সম্পন্ন করে আবেদনটি সাবমিট করুন।

অনলাইনে পাসপোর্ট রিনিউ আবেদন করার পর, আবেদনের কপি এ-ফোর সাইজের কাগজের উভয় পৃষ্ঠায় প্রিন্ট করবেন। এরপর পাসপোর্ট রিনিউ ফি পরিশোধ করুন। তারপর প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট দেখাতে করতে হবে। আর হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি দেখাতে হবে।

পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে কী কী কাগজ লাগবে?    

১. আবেদনপত্রের প্রিন্ট কপি    

২. শনাক্তকরণ ডকুমেন্টের প্রিন্ট কপি (জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ)    

৩. মানি অর্ডার বা ব্যাংক সার্টিফাইড চেক    

৪. আগের পাসপোর্ট ও ডাটা পেজের প্রিন্ট কপি    

৫. সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে জিও বা এনওসি    

৬. রেজিস্ট্রেশন ফরম বা আবেদনপত্রের প্রিন্ট কপি

পাসপোর্ট রিনিউয়ের ফি কত?

২০২৩ সালের তথ্য অনুসারে, পাসপোর্ট রিনিউয়ের ফি নতুন পাসপোর্টের ফি’র মতোই। এক্ষেত্রে ৫ বছরমেয়াদী ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ফি ৪ হাজার ২৫ টাকা। আর ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ফি ৬ হাজার ৩২৫ টাকা। অন্যদিকে ১০ বছরমেয়াদী ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ফি ৫ হাজার ৭৫০ টাকা ও ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ফি ৮ হাজার ৫০ টাকা।

এসএ/সিলেট