মৌলভীবাজারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

post-title

ছবি সংগৃহীত

মৌলভীবাজারে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জয়নালকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা।

বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার সদর থানাধীন চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট ব্রিজের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়।

জয়নাল আবেদীন রাজনগর থানার আমিরপুর গ্রামের জামাল মিয়ার ছেলে। তিনি ২০২১ সালের ১৩ মার্চ রাজনগর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার (নং ৬) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। র‌্যাবের গণমাধ্যম শাখা জানিয়েছে, জয়নালকে রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএ/সিলেট