শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করল বিএসএফ

post-title

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখান সীমান্ত দিয়ে আবারও পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার ভোরে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্ত দিয়ে ২৩ জন বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ এবং শিশু রয়েছে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, ‘‘আটককৃতরা ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। দীর্ঘদিন সেখানে অবস্থানের পর সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষ তাদের সীমান্ত পথে বাংলাদেশে পুশইন করে।’’

বিজিবি সূত্রে জানা গেছে, চলতি বছরের বিভিন্ন সময়ে মৌলভীবাজার জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের ঘটনায় এ পর্যন্ত মোট ৪৯০ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতদের প্রাথমিকভাবে শনাক্ত করে পুলিশ তাঁদের পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে বিজিবি।

এসএ/সিলেট