সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের...
শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্তের সময় বর্ধিত করেছে সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব। আগ্রহী...
ছবি সংগৃহীত
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মারণে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে তুরাব স্মরণে আগামী ১৮ জুলাই বিয়ানীবাজারস্থ নিজ বাড়িতে কবর জিয়ারত ও দোয়া, ১৯ জুলাই সাংবাদিক সমাবেশ, ২০ জুলাই স্মারকলিপি প্রদান।
সোমবার (৩০ জুন) অ্যাসোসিয়েশনের কার্যালয়ে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি নাজমুল কবীর পাভেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বির পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সভাপতি- হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য নুরুল ইসলাম, আজমল আলী।
উল্লেখ্য, গত ১৯জুলাই ২০২৪ ইং শুক্রবার কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন বিপিজেএ সিলেট এর সদস্য ফটো সাংবাদিক এটিএম তুরাব।
এসএ/সিলেট